চাঁদপুরে বাসি খাবার বিক্রির দায়ে ৫ দোকানের বিরুদ্ধে মামলা

বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে শহরে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় খোলা পরিবেশে খাবার বিক্রি ও বাসি খাবার বিক্রির দায়ে শহরের পালবাজার এলাকার ৫ টি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আদালত জেলা স্যানিটারি ইন্সপেক্টরকে নিদের্শ দেন।

২৩ এপ্রিল শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট মোঃ কামাল হোসাইন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর নিনহা আক্তার।

চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার আলমগীর হোসেন জানান, অভিযানকারী দোকানগুলোকে এর আগেও সতর্ক করা হয়েছিলো। পালাবজার এলাকার বাসুদেব ঘোষ, মা সুইটস, মিহির ঘোষ, ঘোষ কেবিন ও মানিক ঘোষের মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া শহরের কালীবাড়ি এলাকার বিগবাজার, ঢাকা হোটেল সহ বেশ কয়েকটি ফলের দোকানেও অভিযান পরিচালনা করা হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৩ এপ্রিল ২০২২

Share