চাঁদপুর শহরের মিশন রোড ফায়ার সার্ভিস সংলগ্ন ইসমাইল ভিলার গেটের তালা ভেঙ্গে গত ৪ জুলাই পালসার ১৫০ সিসির লাল রঙ্গের মোটর সাইকেল চুরি হয়েছে।
গাড়িটির ইঞ্জিন নম্বর ৯৮৪৩৭, চেচিজ নং ১১৪৬৯। মূল্য এক লাখ ২০ হাজার টাকা বলে দাবি করেছেন মালিক পক্ষ।
এ ঘটনায় গত ৬ জুলাই চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন মোটর সাইকেলের মালিক মো. কামাল। মামলা নং ১৬৭- ৬-৭-২০১৭ইং।
মো. কামাল হোসেন একজন ঔষধ ব্যবসায়ী। তিনি জানায়, প্রতিদিনের ন্যায় তিনি ঔষধের দোকান বন্ধ করে বাসায় গিয়ে মোটর সাইকেলে লগ করে এবং বাড়তি তালা লাগিয়ে বাসায় ঢুকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তারপর গভীর রাতে চোর চক্র ওই বাসার কলাপসিবল গেটের ১ টি এবং মোটের সাইকেলে থাকা দুটি তালা ভেঙ্গে মোটর সাইকেলটি নিয়ে যায়।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৯ পিএম, ৯ জুলাই ২০১৭, রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur