Home / সারাদেশ / চাঁদপুরে বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ অবহিতকরণ সভা
চাঁদপুরে বাল্য বিয়ে

চাঁদপুরে বাল্য বিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ অবহিতকরণ সভা

বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ধরনের বিয়ে কোনোদিন পারিবারিক ও সামাজিক জীবনে সুফল বয়ে আনেনি। তাই বাল্য বিয়ে প্রতিরোধে সমাজের সচেতন ব্যক্তিদের ভূমিকা রাখা প্রয়োজন। এমনই তাগিদ দিয়েছেন অবহিতকরণ কর্মশালায় অংশ নেয়া আলোচকগণ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে মঙ্গলবার ( ২২ মে ) চাঁদপুর রোটারি ভবনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন চাঁদপুরের এডিসি রেভিনিউ মো.জামাল হোসেন, সিভিল সাজন ডা.মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি ডাইরেক্টর সতী রানী, চাঁদপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইলিয়াস প্রমুখ।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক পরিসংখ্যানে জানা গেছে, চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় বাল্য বিয়ের প্রবণতা বেশি । নদীভাঙ্গনের শিকার এ অঞ্চলের মা-বাবা মেয়েদের নিরাপত্তা নিয়ে শংকিত থাকেন।

এ কারণেই বাল্য বিয়ে বেশি হয়। বাল্য বিয়ের কারনে গর্ভধারণ করেন কিশোরীরা। অথচ এ বয়সে কিশোরীর নিজের দেহের গঠন পুরোপুরি সম্পন্ন হয়ে উঠে না। উপরোন্ত তার দেহে নতুন একটি শিশু ধারণ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়।

শরীফুল ইসলাম
২২ মে ২০১৯