করোনা পরিস্থিতি কে সামনে রেখে মানবতার কল্যাণে চাঁদপুরের স্বপ্নতরু সামাজিক সংগঠন বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের উত্তর লালদিয়া সহ বিভিন্ন স্থানে চাল, ডাল, আলু, সাবান, তেল, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম খান ও সহ-সভাপতি নাসরিন সুলতানা মিলি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, স্বপ্নতরী সামাজিক সংগঠন সামাজিক যেকোনো কাজে এগিয়ে আসে।তারই ধারাবাহিকতা হিসেবে করোনাভাইরাস পরিস্থিতিকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এ সংগঠন। সমাজের সকলের বিত্তবান ও সামাজিক সংগঠন গুলোর মানুষের পাশে এসে দাঁড়ানোর এখনই সময়।
প্রেস বিজ্ঞপ্তি, ৩০ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur