Home / চাঁদপুর / চাঁদপুরে বাংলা বর্ষবরণে বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচি
বাংলা

চাঁদপুরে বাংলা বর্ষবরণে বিএনপির তিন দিনব্যাপী কর্মসূচি

বাংলা বর্ষবরণ উৎসব উদযাপনে ৩ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার (১২ এপ্রিল) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হযরত আলী ঢালী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাংলা নববর্ষ ১৪৩২ দেশব্যাপী ব্যাপকভাবে উৎসবের কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা এবং তার অন্তর্গত প্রতিটি উপজেলা ও পৌর এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৈশাখী উৎসব উদযাপন কর্মসূচি গ্রহণ করবে।

ফ্যাসিবাদমুক্ত আবহমান বাংলায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বৈশাখী উৎসবের মাধ্যমে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলা/পৌর এলাকায় বিএনপির অনুষ্ঠানমালা জনগণকে সুন্দর, সহনশীল, মানবিক ও সম্প্রীতি বাংলাদেশ প্রতিষ্ঠার প্রেরণা যোগাবে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব কর্মসূচি প্রতিটি ইউনিটে ব্যাপকভাবে গ্রহণ করার লক্ষ্যে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছেন।

জেলা বিএনপি কর্তৃক ৩ দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে, পহেলা বৈশাখে অর্থাৎ (১৪ই এপ্রিল) সোমবার সকাল ৮টায় বৈশাখী যাত্রা। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বৈশাখী যাত্রা সমাপ্ত হবে সরকারি কলেজ মাঠে। একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে হাডুডু খেলা। খেলায় অংশ নেবে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। খেলাটি অনুষ্ঠিত হবে পুরান বাজার মধুসূদন স্কুল মাঠে। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে লং জাম্প প্রতিযোগিতা। এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পুরান বাজার মধুসূদন স্কুল মাঠ। একই মাঠে বিকেল চারটা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা। খেলায় অংশগ্রহণ করবে নতুন বাজার একাদশ ও পুরান বাজার একাদশ।

বৈশাখের দ্বিতীয় দিন অর্থাৎ (১৫ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সাঁতার প্রতিযোগিতা। অঙ্গীকারের লেকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিকেল ৪টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বাতিল ভাঙ্গা খেলা। একই মাঠে বালিশ বা কুশন খেলা এবং কাছি টানাটানি খেলা অনুষ্ঠিত হবে যথাক্রমে বিকেল সাড়ে ৪টা ও সাড়ে ৫টায়। কাছি টানাটানি খেলায় অংশ নেবে চাঁদপুর সদর থানা বিএনপি ও পৌর বিএনপি। বৈশাখের তৃতীয় দিন (১৬ এপ্রিল) বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে কলেজ পর্যায়ে সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতা সম্পন্ন হবে চাঁদপুর লেকে। স্কুল পর্যায়ে মেয়েদের অংশগ্রহণে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে সুঁই সুতো গাঁথা খেলা। একই মাঠে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে মেয়েদের দড়ি লাপ খেলা। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে মেয়েদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। ছেলেদের দৌড় প্রতিযোগিতা একই মাঠে অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়।

এছাড়াও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখের তৃতীয় দিন ১৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ৯ টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র অনুষ্ঠান।

স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল ২০২৫