চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে রোববার (২ অক্টোবর) সন্ধায় সপ্তাহব্যাপি ‘বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব-২০১৬’ -এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন।
জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরণের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, কবি ও গীতিকার মোখলেসুর রহমান মুকুল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চতুরঙ্গের মহা-সচিব হারুন আল রশীদ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উৎসবের মুখ্য সম্পাদক শহীদ পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘২০০০ সনের পর থেকে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে আমাদের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিলো, কিন্তু তার আর পারা হয়নি। বর্তমানে আমাদের চলচ্চিত্র তার কিছুটা স্ব-রুপ ফিরে পেতে শুরু করেছে।’
প্রসঙ্গত, সপ্তাহব্যাপি এ উৎসব ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুর মিলনায়তনে উদযাপিত হবে।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ০৩ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ