চাঁদপুর

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল সহ সকল রাজবন্ধিদের নিঃশর্ত মুক্তির দাবিতে চাদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশী বাঁধার মুখে পরে। এসময় নেতাকর্মীরা সরকারের অবৈধ শাসনের বিরুদ্ধে শ্লোগান দেয়।

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গির হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবদ দলের সিনিয়র সহ-সভাপতি মেরাজ আহমেদ চোকদার, সাংগঠনিক সম্পাদক সোলায়মান ঢালী, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসানাত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার এদেশের একদলীয় বাকশাল কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তারা এদেশের গণমানুষের নেত্রী ৩বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় রাজবন্ধি করে রেখেছে। শুধু তাই নয়, ওনাকে সুচিকিৎসা দিতে পারছে না। সম্প্রতি তারা ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করেছে। আমরা বেগল খালেদা জিয়াসহ সকল রাজবন্ধিদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

বক্তারা আরো বলেন, সরকার যদি মনে করে বেগম খালেদা জিয়াকে রাজবন্ধি রেখে আরো একটি পাতানো নির্বাচন করবে তা হবে তাদের জন্য অনেক বড় ভুল। কারণ এদেশের জনগণ সরকারের অবৈধ শাসনের জবাব দিতে মুখিয়ে আছে। বাংলাদেশে বর্তমান পেক্ষাপট দেখলে মনে হয় এখানে যেনো অলিখিত সৈরশানসন চলছে। তাই বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে। সাধারণ মানুষকে জিম্মি রেখে পৃথিবীর বুকে কোনো রাষ্ট্র নায়ক টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগ সরকারও পারবে না। দেশের জনগণ সময়মতো বেগম খালোদা জিয়াকে মুক্ত করে প্রধানমন্ত্রীর আসনে বসাবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল আরেফিন, দেলোয়ার হোসেন সোহেল, হুমায়ুন কবির শিশির, অ্যাড. আলম খান মঞ্জু, মোতালেব মাস্তান, কুদ্দুস মেহনতি, ওচমান খান, ফজলুর রহমান ফজলু, খোকন গাজী, তুহিন বকাউল, আবুল বাশার বাসু, হাবিবুর রহমান, বিল্লাল শেখ, জহিরুল ইসলাম, জাকির হোসেন, কালু, ভুট্টু, হাসেম গাজী, আকাশ সরকার, জিল্লুর রহমান মিজি, আব্দুল হালিম মিয়াজী, খোকন, মামুন চৌধুরী, সোহেল গাজী, আলমগীর, আবুল কালাম শাহাদাত সহ জেলা, পৌর, থানা এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেববক দলের বিপুল সংখক নেতাকর্মী।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Share