এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরী বিষয়ক ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রোববার সকালে শহরের কাজী নজরুল ইসলাম সড়কের চাঁদপুর মহিলা সংসদ মিনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই) আয়োজনে এবং চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মনিরা আক্তার, ট্রেজারার জাহিন আক্তার, পরিচালক জোহরা আনোয়ার হীরা এবং বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের প্রশিক্ষক কাজী আশরাফুল হক।
চেম্বারের সভাপতি বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী নারী আছে যারা নিজের অঙনে থেকেও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হতে পারে। তাদের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। আমরা উইমেন চেম্বারের পক্ষ থেকে সে সব নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে তাঁদের যোগ্যতাকে কাজে লাগাতে চাই। আমরা চাই নারীরা তাদের যোগ্যতা নিয়ে নিজের পায়ে দাঁড়াক। আমরা আগামীতে আরো ক্লাস্টার বেইজ প্রশিক্ষণ দিব। আমরা চাই প্রতিটি ঘর হবে একটি কুটির শিল্প কারখানা। আগামীতে দেশ বিদেশ থেকে এসব কুটিরশিল্প দেখতে মানুষ চাঁদপুরে আসবে। তিনি আরো বলেন, দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার অংশ হিসেবে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে দেশব্যাপী নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদেরও এ সুযোগ কাজে লাগিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
জাহিন আক্তার বলেন, আমাদের দেশে মেয়েরা পাট সামগ্রী দিয়ে নানা সৃজনশীল পণ্য উৎপাদন করে থাকে, যা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা পাটজাতো পণ্য তৈরিতে দক্ষতা অর্জন করতে পারবেন। যা প্রশিক্ষণ শেষে আপনাদের উদ্যোক্তা হতে সহায়ক ভূমিকা রাখবে। আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপ্তি হবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৯ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur