চাঁদপুরে বস্ত্র ব্যবসায়ী সমিতির অফিসে চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শনিবার সন্ধ্যার পর থেকে রোববার দুপুরের যে কোন সময় জোড়পুকুর বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় সমিতির কার্যালয় থেকে তালা ভেঙে নগদ টাকা চুরি হয়।
অফিস সহকারী হাকিম জানান, জোড়পুকুর বায়তুল ফালাহ জামে মসজিদের তৃতীয় তলায় সমিতির অফিস। প্রতিদিনের ন্যায় শনিবার (১৬ আগস্ট) মাগরিবের নামাজের পর অফিসে তালা দিয়ে চলে যান। পরের দিন দুপুরে এসে দেখি সমিতির সামনের মূল গেট খোলা এবং অফিস কক্ষের দরজায় কোনো তালা নেই। ভিতরে প্রবেশ করলে দেখা যায়, সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি সমিতির সভাপতিকে ফোনে খবর দেন। পরে সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম লিমন ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মিলনসহ অন্যান্যরা ছুটে আসেন। পরে দেখেন সমিতি অফিসে থাকা কাগপত্র এলোমেলো ভাবে পড়ে আসে, স্টিলের আলমারি খোলা ও ভিতরে থাকা কালেকশনের টাকা নেই।
সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম লিমন জানান, শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় সমিতির কালেকশনের টাকা অফিসে রাখা হয়েছিল। রোববার ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। দুপুরে এসে চুরির খবর পান। পরে বিষয়টি চাঁদপুর মডেল থানায় অবগত করা হয়। পরে মডেল থানার এসআই স্বপন নন্দী ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার/১৭ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur