চাঁদপুরে সদর উপজেলার দ’ ইউনিয়নে বাল্য বিয়ের দায়ে বর-কনের পিতাকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ইউপি সদস্যকে এক হাজার টাকা জরিমানা করেছ ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নরে লোধেরগাঁও গ্রামের আবিল গাজীর মেয়ে ও জোহরা বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী আসমা আক্তার(১৪)’র সাথে উপজেলার মৈশাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৈশাদী গ্রামের আবদুর রহমান ভূইয়ার ছেলে মো.আল-আমিন (২২)’র বাল্যবিয়ে হয়।
তারই প্রেক্ষিতে ৮ সেপ্টেম্বর ছেলের পিতার বাড়িতে একটি অনুষ্ঠান করতে গেলে বষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
পরে দু’পক্ষের পিতাকে আটকপূর্বক ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও মৈশাদী ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) বজলুল গনি ঝিলন তাদেরকে বাল্য বিবাহে সহযোগিতা করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রম্যামাণ আদালত। পরে তাদের দু’জনকে জেলহাজতে প্রেরণ করা হয়।
এসময় উভয়পক্ষের পিতার স্বাক্ষরিত আলাদা অঙ্গিকারনামা রাখা হয়। সেখানে উল্লেখ করা হয় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আসমা তার বাবার বাড়িতে থাকবে। মেয়ের জামাতা বা স্বামীর বাড়ীতে রাখবে না।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১১:৫৫ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ