Home / চাঁদপুর / চাঁদপুরে বর্ষবরণ উৎসব ঘিরে নানা কর্মসূচি
চাঁদপুরে বর্ষবরণ উৎসব ঘিরে নানা কর্মসূচি
ফাইল ছবি

চাঁদপুরে বর্ষবরণ উৎসব ঘিরে নানা কর্মসূচি

প্রতিবছরের ন্যায় এবারও ইলিশের বাড়ি চাঁদপুরে নতুন বছরকে বরণ করে নিতে জেলা প্রশাসন ও পৌরসভা আয়োজনে ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বর্ষবরণ সফল করতে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে মঞ্চ, প্যান্ডেল ও বিভিন্ন পণ্যের স্টল তৈরীর কাজ শুরু হয়েছে। ১লা বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ সেখানে আলোচনা সভা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে, সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা, এবং ১০ টা ১৫ মিনিটে উদ্বোধন পর্ব।

এর পর উৎসব মঞ্চে একে একে চাঁদপুর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের আংশগ্রাহণে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয়া সংগঠনগুলো হলে, সঙ্গীত নিকেতন, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, তারুণ্য চাঁদপুর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, আনন্দধ্বনি সংগীত শিক্ষায়তন, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি।

প্রতিবেদক- আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১: ৩৩ এএম, ১০ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply