চাঁদপুরে বন্যার্তদের মাঝে গণঅধিকার পরিষদের ত্রাণ বিতরণ

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তির বন্যা কবলিত কয়েকটি এলাকায় চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ আগস্ট শুক্রবার চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বন্যা দুর্গত এলাকায় ঘুরে ঘুরে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী আহমেদ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজিম, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রুবেল চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সংগঠক মোঃ আাকাশ সহ অন্যান্য নেতাকর্মী।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩০ আগস্ট ২০২৪

Share