স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উদ্যোগে নিম্নবিত্ত, অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২৮ মার্চ শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর শহরের লঞ্চঘাট মাদ্রাসা মাঠে এই আয়োজন করা হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারকে ঈদ উপহার হিসেবে পোলাওয়ের চাল, বাংলা সেমাই,পাকিস্তানি লাচ্ছা সেমাই,পাস্তা,নুডলস, আলু, পিয়াজ,চিনি, দুধ সহ নয়টি আইটেম খাদ্যপণ্য তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর বড়স্টেশন কমিউনিটির উপদেষ্টা ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সংগঠনের উপদেষ্টা এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের বিগত সময়ের কার্যক্রম তুলে ধরেন এবং এসব মানবিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বড়স্টেশন কমিউনিটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল পারভেজ। ঈদ উপহার বিতরণপূর্বক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সংগঠনের সকল সদস্য, প্রবাসী সারথী এবং অংশীজনদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
বক্তারা বলেন, ঈদ মানেই আনন্দ। তবে সে আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সকল মানুষের মুখে হাসি থাকে। আমাদের দেশে এখনো অসংখ্য মানুষ অসচ্ছল, সুবিধা বঞ্চিত এবং নিম্নবিত্ত পরিবারে বসবাস করছেন। সেইসব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সারাদেশে বড়স্টেশন কমিউনিটির মতো অসংখ্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে। আর এসব সংগঠনের পিছনে রাসেল পারভেজদের মত অসংখ্য মানবিক যুবক পরিশ্রম করে থাকেন।
বক্তারা আরো বলেন, চাঁদপুর বড় স্টেশন কমিউনিটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। এই সংগঠনটি এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের যেকোন বিপদে-আপদ, এবং দুর্ভোগ-দুঃসময়ে মানবতার হাত বাড়িয়ে দেয়। প্রতিবছরের ন্যায় এবার তারা সুবিধাবঞ্চিত নিম্নবিত্ত মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। এর আগে রমজানের শুরুতে কয়েক শতাধিক পরিবারকে ইফ সামগ্রী উপহার এবং নগদ অর্থ সহায়তা দিয়েছে। আমরা তাদের এই কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গোফরান আহমেদ, মোস্তফা মাল, জিল্লুর রহমান, হোসেন চোকদার, শামসুল আলম সূর্য, আশিক খান, প্রতিষ্ঠাকালীন সদস্য আমিনুল ইসলাম, সমাজকর্মী ও কার্যকরী সদস্য বাকি বিল্লাহ, মুহাম্মদ হানিফ চোকদার ,মোহাম্মদ আবুবকর, মাহাবুব, জাকির হোসেন, আশ্রাফী ইসলাম, সংগঠনের সদস্য মনির গাজী, আক্তার হোসেন, বিএম ফারুক, সোহেল হোসেন, সালাউদ্দিন খান, সাদিয়া আক্তার রুমা,মিহাদ,মনির,সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি এবং সংগঠনের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৮ মার্চ ২০২৫