Home / চাঁদপুর / চাঁদপুরে ‘বজ্রপাত’ থেকে বসতবাড়িতে আগুন
চাঁদপুরে ‘বজ্রপাত’ থেকে বসতবাড়িতে আগুন
ফাইল ছবি

চাঁদপুরে ‘বজ্রপাত’ থেকে বসতবাড়িতে আগুন

চাঁদপুর পুরাণবাজার এলাকায় ‘বজ্রপাতে’ গ্যাসের রাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টায় ম্যারকাটিজ রোডের প্রবাসী আবু তাহেরর বাড়ি মায়া ভবনের রান্নাঘরে এ ঘটনা ঘটে।

এতে ওই ভবনের আসবাবপত্রসহ অনেকাংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় কেউ রান্নাঘরে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন দক্ষিণ (পুরাণবাজার) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাড়াটিয়া আমেনা বেগম, জয়দেব ও রাজেশ চাঁদপুর টাইমসকে জানান, ‘বাড়িতে ৫ জন ভাড়াটিয়া ছিলো, তারা সবাই ওই রান্না ঘর ব্যবহার করে থাকেন। ঘটনার সময় ওই ঘরে কেউ ছিলো না।

চাঁদপুর ফায়ার সার্ভিস দক্ষিণ (পুরাণবাজার) সিনিয়র স্টেশন অফিসার শামছুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে।’

প্রতিবেদক : আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ৮: ০৭ পিএম, ১৬ জুন ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply