Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ছাত্রদল নেতাকে মারধর
Mardhor

মতলব উত্তরে ছাত্রদল নেতাকে মারধর

মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌফিক আজিম মিশুকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে মতলব বাজারে বাচ্চু মিয়ার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

এ দিকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি আহসানুল হক ফটিক ও সাধারণ সম্পাদক মো. নূরুল হক জিতু। নূরুল হক জিতু বলেন, ছাত্রদল নেতা তৌফিক আজিম মিশু বর্বরোচিত হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এসব ন্যক্কারজনক কর্মকা-ের জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুশিয়ারি দেন জিতু।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ০৬ : ০৩ পিএম, ১৬ নভেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply