সারা দেশের ন্যায় চাঁদপুরেও শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন করা হচ্ছে।
১৭ মার্চ মঙ্গলবার নানা কর্মসূচির মধ্যদিয়ে বাঙালী জাতির ইতিহাসের এই মহানায়ককে শ্রদ্ধাভরে স্মরণ করে। বঙ্গবন্ধুর পদধূতি মাখা পুরো চাঁদপুর জেলাতেই সংক্ষিপ্ত কর্মসূচিতে এবং যথাযোগ্য মর্যাদায় তাঁর শততম জন্মবার্ষিকী পালন করা হয়।
সকাল ৬টায় সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মুজিববর্ষের কর্মসূচি শুরু হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে চাঁদপুরের জেলা প্রশাসন,পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, চাঁদপুর প্রেসক্লবের সাধারণ সম্পাদক এইচএম আহসান উল্লাহর নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা পুষ্পাঘ্য অর্পণ করেন।
এদিকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিগতদিনের কর্মসূচি ছাড়াও নতুন কিছু জনহিতকর কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে বিদ্যালয়গুলোতে রচনা প্রতিযোগীতা, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, দারিদ্রদের মাঝে খাবার বিতরণ, কেককাটা ও মিস্টি বিতরণ করা হয়। এছাড়াও ১৬ মার্চ থেকে আজ ১৭ মার্চ সকল সরকারি বেসরকারি ভবন আলোকসজ্জা করা হয়।
অপরদিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ভোরে দলীয় কার্যালয় সম্মুখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, এরপর অঙ্গীকারের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
আশিক বিন রহিম,১৭ মার্চ ২০২০