চাঁদপুর

চাঁদপুরে বই উৎসব ১০ জানুয়ারি:মাধ্যমিকে ৯৫% বই বিতরণ সম্পন্ন

চাঁদপুরে বই উৎসব ১০ জানুয়ারি ২০১৯ ।  মাধ্যমিকে ৯৫% বই বিতরণ সম্পন্ন   । এবার বই উৎসব ১  জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস চাঁদপুর জানান ।

চাঁদপুরের ৮ উপজেলায় ২০১৯ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের ৯৫% বই মঙ্গলবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত প্রতি উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস চাঁদপুরে বই বিতরণে দায়িত্ব প্রাপ্ত একজন কর্মকর্তা চাঁদপুর টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য মতে,চাঁদপুর জেলায় মাধ্যমিক, দাখিল, ইবতেদায়ি, এসএসসি ভোকেশনাল,দাখিল ভোকেশনাল ও ইংরেজি ভার্সনের ৪২ লাখ ৯৩ হাজার ৪৩ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল। নভেম্বর ১৫ পর্যন্ত প্রায় সব বই চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউনে এসে পৌঁছেছে।

প্রাপ্ততথ্য মতে, জেলায় ৮ উপজেলায় মাধ্যমিক স্তরে ২৯ লাখ ৭৮ হাজার ৪’শ ৬ কপি চাহিদা প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে ৮ লাখ ৭৮ হাজার ২’শ ৩৭ কপি দাখিল ,৩ লাখ ৮৯ হাজার ৩ শ ৬৬ কপি ,এসএসসি ভোকেশনাল ৪১ হাজার ৭৫ কপি এবং ইংরেজি ভার্সন ৫ হাজার ৯’শ ৫৯ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল।

মাধ্যমিক শিক্ষা অফিসের বই বিতরণকারী কর্মকর্তা মো.আব্দুল আউয়াল চাঁদপুর টাইমসকে জানান, ইতিমধ্যেই ৯৫ % বই সকল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে গেছে। নির্বাচন জনিত কারণে আগামি ১০ জানুয়ারি ২০১৯ বই উৎসব পালন করার নির্দেশ রয়েছে বলে তিনি জানান।

প্রতিবেদক : আবদুল গনি
১৮ ডিসেম্বর , ২০১৮ বুধবার

Share