চাঁদপুর শহরের জনবহুল এলাকা মমিন পাড়ায় অন্তত ৫ হাত লম্বা ও ৭ ইঞ্চি মোটা বিষধর গোখরো সাপ আবাসিক প্রবেশ করায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। আতংকগ্রস্ত হয়ে সাপটি মেরে ফেলেছে।
বুধবার (৭ জুন) রাত সোয়া ৩টায় মমিন পাড়ার নূরজাহান ভিলায় এ ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কমিউনিটি পুলিশ সদস্যরা জানায়, তারা ডিউটিরত করছিল হঠাৎ দেখতে পায় মঙ্গলবার রাত সারে ১১টায় মমিন পাড়া এলাকার খান বাড়ির কবরস্থান থেকে গোখরো সাপ বের হয়ে রাস্তা পাড় হয়ে নূরজাহান ভিলায় প্রবেশ করে।
এ সময় বাড়ির মালিক মো: সাইফুল ইসলাম শাহেদ ও এলাকাবাসী বিষয়টি জানতে পারে।
বিষধর সাপটি দেয়ালের পাশে ভাঙ্গা টাইলস ও পাথরের উপরে দেখে ওই ভবনের বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মানুষ এসে জড়ো হয়ে দুর থেকে সাপটি প্রত্যক্ষ করতে থাকে। সাপটির উত্তেজিত অবস্থায় শোঁ-শোঁ আওয়াজে এলাকাবাসী আতংকগ্রস্ত হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় একে মেরে ফেলা হয়।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সম ১০: ৪০ পিএম, ৮ জুন ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ