Home / চাঁদপুর / চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
মেডিকেল

চাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন ও উইমেন্স পাওয়ার -এর যৌথ আয়োজনে চাঁদপুর শহরের পুরানবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুরানবাজার ওসমানিয়া সিনিয়র মাদ্রাসায় এই আয়োজন করা হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এলাকার ৫ শতাধিক গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশন ও উইমেন্স পাওয়ার -এর যৌথ আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসক ছিলেন, ডাক্তার আকরাম তালুকদার ও ডাক্তার অপু চন্দ্র শীল। এই মানবিক কাজের সহযোগী হিসেবে অংশ নেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য নারী কাউন্সিলর পদপ্রার্থী তাসলিমা বেগম। সার্বিক শৃংখলার দায়িত্বে ছিলেন জয় বাংলা স্কাউট গ্রুপের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বিন্দু নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা ইমন খান, মেহেদী হাসান, প্রতিষ্ঠাতা মারিয়া ইসলাম অনুপমা, সভাপতি তাসলিমা মুক্তার, সদস্য রাব্বি, সুমাইয়া, উইমেন্স পাওয়ারের প্রতিষ্ঠাতা পলি বেগম, সদস্য নমিতা সাহা, জান্নাতুল নাঈম, জয় বাংলা স্কাউট গ্রুপের আহ্বায়ক আরিফুল ইসলাম অপু, যুগ্ম সম্পাদক মারিয়া ইসলাম অনুপমা, সদস্য, ফাহিম, নিরব, সিফাত, রোজা, রাকিব, নুপুর, মিশুসহ অন্যান্যরা।

স্টাফ রিপোর্টার, ১৩ ডিসেম্বর ২০২৪