চাঁদপুরে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার চাঁদপুর শহরের মীর শপিং মার্কেটের ৩য় তলায় রুপলাগী মেকওভার এন্ড বিউটি সেলুনে এ আয়োজন করা হয়। এতে চাঁদপুরের ১৭ জন উদ্যোমী নারী অংশগ্রহণ করেন।
সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান এই প্রশিক্ষণ কমশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাবে বিউটিশিয়ান পুরস্কারপ্রাপ্ত ও রুপলাগী মেকওভার এন্ড বিউটি সেলুনের স্বত্বাধিকারী সোহেলী সুলতানা।
তিনি বলেন চাঁদপুরে অসংখ্য কর্মদক্ষ ও প্রতিভাবান উদ্যোমী নারী রয়েছেন। যাদের একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এবং কর্মদক্ষ করে তুললে তারাও সফল উদ্যোক্তা হতে পারেন। সেই লক্ষ্য থেকেই আমি চাঁদপুরের বিভিন্ন বয়সের উদ্যোমী নারীদের নিয়ে ফ্রি বিউটিশিয়ান প্রশিক্ষণের আয়োজন করেছি। আমি আশা করব এই প্রশিক্ষণ থেকে জ্ঞান অর্জন করে তারা তাদের জীবনকে স্বাবলম্বী করে তুলবে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থী হলেন, ফাতেমা আক্তার, তাসফিয়া মুনিরা, লিজা রহমান, অন্তরা ইসলাম রাহি, পূজা রানী সাহা, আমেনা আক্তার, শামসুন্নাহার মীন, মুনিরা আক্তার, হালিমা আক্তার নীলা, তাসনিম বুশরা, মরিয়ম আক্তার ইউশা, রোজিনা আক্তার, শামসুন্নাহার, সিনহা চৌধুরী, নূরে জান্নাত ফেরদৌসী, শাহনাজ ইশতিয়াক, সাদিয়া আক্তার।
সবশেষে প্রশিক্ষণে অংশ নেওয়া ১৭জন উদ্যোমী নারীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur