চাঁদপুর

চাঁদপুরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা সেবা

‘সু-শৃঙ্খল জীবন-যাপন করি, ডায়বেটিস নিয়ন্ত্রনে রাখি’এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিকের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কর্যক্রম বৃহস্পতিবার (৭ এপ্রিল) ১১টায় চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।

শহরের ৪টি স্থানে এই ফ্রি ডায়াবেটিস পরীক্ষা সেবা অনুষ্ঠিত হয়। স্থানগুলো হচ্ছে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর লঞ্চঘাট এবং পুরাণবাজার ৩নং সরকারি প্রথমিক বিদ্যালয়।

এই ৪টি স্থানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

চাঁদপুর লঞ্চঘাটে ভ্রাম্যমান লঞ্চযাত্রীদের ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. ইউনুছ মিয়া, স্বাস্থ্য সহকারি মো. সফিউল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি ক্লিনিক মিশন রোড় শাখার ম্যানাজার সাহেদ রিয়াজ, ল্যাব টেকনিসিয়ান সঞ্জিব আচার্য, প্যারামেডিক আদরী খান রিনা আক্তারসহ অন্যান্যরা।

About The Author

আশিক বিন রহিম

: আপডেট ১০:০৬ পিএম, ৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share