চাঁদপুরে বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুলাই) বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের কর্ণার প্লাজার ৪র্থ তলায় কোড্জ ট্রেইনিং ইন্সটিটিউট এর উদ্যোগে আউটসোসিংয়ের কাজ শেখার ও করার সুযোগ করার লক্ষে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
ফ্রিল্যান্সিং সভায় প্রায় ৩০ শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কোড্জ ট্রেইনিং ইন্সটিটিউটের পরিচালক কাওসার আহমদ।
তিনি জানান, এখানে ২০ জন যোগ্য ফ্রিল্যান্সার তৈরি করা হবে। যারা ২ বছর পর মাসে ২ লাখ টাকা আয় করতে পারবে। এ কোর্সে সকল শিক্ষার্থীকে নিশ্চিত ভাবে চাকরির অপার করা হবে।
বাংলাদেশে আয়ের দিক থেকে সারাবিশ্বে ফ্রিল্যান্সিং ২য় স্থানে রয়েছে। যার বাৎসরিক আয় প্রায় ৮শ’ ৪৫ কোটি টাকা। আর এই কাজটি মাত্র ১৬% ফ্রিল্যান্সার দিয়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
তিনি আরো জানান, বাংলাদেশ সরকার এই ফ্রিল্যান্সার ৫০% এ নিয়ে যাওয়ার জন্যে কাজ করছে। এর সাথে কোর্স ট্রেনিং সেন্টার প্রচেষ্টা চালাচ্ছে যোগ্য ফ্রিল্যান্সার তৈরি করে দেশের আয়কে আরো তরান্বিত করতে।
প্রতিবেদক : শরীফুল ইসসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur