চাঁদপুর শহে হান্নান কমপ্লেক্সের নিচতলায় শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় ফ্রাইডে ওয়ার্ল্ড বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলী।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর উদিসি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন বাবর, টেকনো রসুইঘর চাইনিজ রেস্টুরেন্টের পরিচালক জাহিদুল হক মিলন, ফ্রাইডে ওয়ার্ল্ড বিউটি পার্লারের পরিচালক রুমি আফরোজা, দৈনিক মতলবের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর বার্তার সহ-সম্পাদক শেখ আল মামুন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাধীন, বোরহান, আফ্রিদি, সোমা, ইমরান, হামজা, ইফতো, জান্নাত, ইশরাত, তাহমিনা, জুবায়রা প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur