Home / চাঁদপুর / চাঁদপুরে ফ্যামিলি কার্ড ছাড়াই‌ স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
ফ্যামিলি

চাঁদপুরে ফ্যামিলি কার্ড ছাড়াই‌ স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ফ্যামিলি কার্ড ছাড়াই‌ ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১ টায় শহরের পৌর অডিটরিয়ামে সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন,  চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এর মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভার ৫ টি পয়েন্টে একযোগে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন, টিসিবি পণ্য বিক্রয়ের ডিলার মেসার্স লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী টুটন বণিক।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানের নিত্য পণ্যের দাম সহনশীল পর্যায়ে রাখতে জনস্বার্থে জেলা প্রশাসনের এ কার্যক্রম এক মাসব্যাপী চলমান থাকবে। প্রতিদিন চাঁদপুর শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০০০ জন নিম্নবিত্ত পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। 

এরমধ্যে প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ১কেজি ছোলা, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার। চার আইটেমের এই খাদ্য পণ্যের প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। একটি পরিবার এনআইডি (ভোটার আইডি কার্ড) কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার দিয়ে এসব পণ্য ক্রয় করতে পারবে।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, চাঁদপুর শহরের ৫টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান ট্রাকযোগে স্বল্পমূল্যের টিসিবি পণ্য বিক্রি করা হবে। স্থানগুলো হল, শহরের পুরানবাজার লোহার পুল, ষোলঘর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, ওয়ালেস বাজার, নতুন বাজার পৌর অডিটোরিয়ামের সামনে এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে।

টিসিবি পণ্য বিক্রয়ের ডিলার মেসার্স লক্ষী ভান্ডারের স্বত্বাধিকারী টুটন বণিক বলেন, আগামী একমস একই স্থানে প্রতিদিন ৪০০ জন উপকারভোগী পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। আমরা যাতে সুশৃংখল ভাবে উপকার ভোগী মানুষের হাতে পণ্যগুলো তুলে দিতে পারি, এজন্য সকলে সহযোগিতা কামনা করছি।

প্রতিবেদক: আশিক বিন রহিম,৫ মার্চ ২০২৫