চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র কোট ষ্টেশন রেলওয়ের প্লাটফর্মের সামনের খোলা স্থানটি ফুলের বাগান করার কথা বলে রাতের আঁধারে দখলের চেষ্টা করা হয়েছে।
শুক্রবার রাতে কোড়ালিয়া রোডের বাসিন্দা ফল ব্যবসায়ি জুলহাসের ছেলে রুবেল তার লোকজন নিয়ে তা দখল করে রেলওয়ের পরিত্যক্ত লাইন গর্ত খুড়ে তা দিয়ে প্রায় ১শত ফুট জায়গায় ব্যারিগেড দিয়ে রাখে।
শহরের কোট ষ্টেশনে রাতের আধারে রেলওয়ের জায়গা দখল করতে গেলে ষ্টেশনের গেইটম্যান নুরু বাঁধা দিলে রুবেল তাকে বাগান করার অনুমতি আনা হয়েছে তাই বাউন্ডারি দেয়া হচ্ছে বলে জানায়।জোড়পূর্বক বাউন্ডারি দিয়ে রাখে।
দখলের বিষয়টি শনিবার সকালে কোট ষ্টেশন মাস্টার কাউসার বিষয়টি চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লিখিত ভাবে অবগত করে।সকাল সাড়ে ১০টায় পুলিশ ঘটনাস্থলে এসে দখলকৃত স্থান থেকে বাউন্ডারি ভেঙ্গে গুড়িয়ে দেয়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি, ১৯ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur