চাঁদপুর শহরে ফিল্মি স্টাইলে ডাকাতির অভিযুক্ত শাহাদাত তালুকদার (৩০) নামের এক আসামিকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
২১ জুলাই মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের গাজী সড়ক এলাকা থেকে তাকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার এস আই মনির উদ্দিন। আটককৃত আসামী গাজী সড়ক এলাকার আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে।
চাঁদপুর মডেল থানার অভিযোগ সূত্রে ও অভিযোগপত্রের বিবরণে জানা যায় গত ১১ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত সেনাসদস্য রহমত উল্ল্যাহর ভাড়া বাসায় গাজী সড়ক এলাকার হাবীব গাজী (২৮),ইমরান সােয়েব (৩০), গুয়াখােলা,কালীবাড়ী মােড়, চাঁদপুর।টিটু ঢালী (৩০), শাহাদাত তালুকদার (৩০),সালাউদ্দিন (২৬) এবং সামু গাজী (৩৫), , গাজী সড়ক নিউ ট্রাক রােড, চাঁদপুর। আরাে অজ্ঞাত ৫/৬ জন মিলে তাদের বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিন্মি করে ফিল্মি স্টাইলে ডাকাতি করেন।
এসময় তারা নগদ ৭০ হাজার টাকা ১ ভরি ২ আনার স্বর্ণালংকার, সহ দামি জিনিসপত্র নিয়ে যায়। (মােঃ রহমত উল্লাহ) অবসর প্রাপ্ত সেনা সদস্য সে বেসরকারী ন্যাশনাল ব্যাংক, মাইজদী শাখায় চাকরীর সুবাদে নােয়াখালী জেলায় থাকেন।
এ সুযোগে ডাকাত দল এই ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটান। এমনকি তারা রহমত উল্ল্যাহর স্ত্রীকে শরীরে আঘাত করেও নানা ভয় ভীতি দেখান। ডাকাত দলের অনেককে চিনে ফেলার কারনে ২০ জুলাই সোমবার দিন রহমত উল্ল্যাহর স্ত্রী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই সূত্র ধরে অভিযুক্ত ৪ নং আসামীকে আটক করা হয়।
এদিকে ৪ নং আসামীকে আটক করায় অভিযুক্ত ১, ২ ও ৩ আসামী সহ অন্যান্য আসামীরা ভুক্তভোগী পরিবারকে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেন বলে বাদী পক্ষ জানিয়েছেন। তাদের এমন হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে অসহায় ওই পরিবারটি।
স্টাফ করেসপন্ডেট