চাঁদপুরে ফার্মাসিউটিক্যালস এ্যাসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কর্তৃক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্চিত ও হেনস্থার প্রতিবাদে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচারের দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এ্যাসোসিয়েশন (ফারিয়া) চাঁদপুর সদর।

প্রায় ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশে শতাধিক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেয়। প্রতিবাদে সমাবেশে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচার দাবি করেন বক্তরা। বক্তারা বলেন, আমাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে কর্মবিরতি করে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে অপসারনের জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনে নামার হুসিয়ারী দেন সংগঠনটির নেতারা।

সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ওয়াফি, পলাশ চক্রবর্তী, অর্জুন চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবিন, উপদেষ্টা পাবেল হোসেন, আব্দুল মুনাফ, আব্বাস উদ্দিন, আবু ইউসুফ, জামাল উদ্দিন, শাহীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৮ জুন ২০২২

Share