চাঁদপুরে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফার্মাসিটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম রানার পরিচালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন আরএসএম ফোরামের সাংস্কৃতিক সম্পাদক পাবেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিডিএস এর সাধারণ সম্পাদক সুভাষ কুমার রায় ও সদস্য মনির হোসেন ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শাহীন।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৪ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur