দেলোয়ার হোসাইন:
কোরবানীর গরুর মাংস, ফল, গাছের পাতা ইত্যাদিতে আরবীতে আল্লাহু লেখার অসংখ্য প্রতিবেদন ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এবার চাঁদপুর শহরে আরবীতে ‘আল্লাহু’ লেখা একটি বড় সাইজের পাংগাস মাছের সন্ধান পাওয়া গেছে।
জানা যায়, ৯ আগস্ট (রবিবার) চেয়ারম্যানঘাট এলাকার উত্তর দিকে ডলির বাড়ির মালিক হালিমা আক্তার ডলি সকাল ১১টার দিকে ফেরি করে মাছ বিক্রেতাদের একজন থেকে ২ কেজি ৮শ’ গ্রাম ওজনের ফাংগাস মাছটি ক্রয় করে।
মাছটি রান্না করার উদ্দেশ্যে কাটতে গিয়ে দেখে স্পষ্ট অক্ষরে ‘আল্লাহু’ লেখা। এ নিয়ে ডলির বাড়িতে আশপাশের উৎসুক প্রতিবেশীরা এসে ভিড় করে।
এ বিষয়ে হালিমা আক্তার ডলির মেয়ে মাতৃপিঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশরাহাত জাহান আলো চাঁদপুর টাইমসকে জানান, ‘আমার আম্মু সকাল ১১টার দিকে মাছটি ক্রয় ২ কেজি ৮শ’ গ্রাম ওজনের একটি পাংগাস মাছ ৩৬৫ টাকা দিয়ে ক্রয় করে। প্রায় আধা ঘন্টা পর মাছটি রান্নার উদ্দেশ্যে কাটতে গেলে আম্মু কালো অক্ষরে আল্লাহু লেখা দেখে আমাকে ডাক দেয়। আমি তখন বিষয়টি দেখতে পাই।’
তবে মাছটি রান্না করা হবে কিনা জানতে চাইলে ইশরাত জাহান আলো চাঁদপুর টাইমসকে জানায়, ‘আমরা মাছটি কাটি নাই, ফ্রিজে রেখে দিয়েছি, স্থানীয় একজন আলেমের কাছে মাছটি খাওয়া না খাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি আমাদেরকে খাওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা এখন চিন্তু করেছি মাছটি হুজুরদেরকে নিয়ে খাবো।’

মাছটির ক্রেতা হালিমা আক্তার ডলি চাঁদপুর টাইমসকে জানায়, আমি মাছটির কেনার সময় বিষয়টি খেয়াল করি নাই, তবে এ বিষয়ে আমার ভাইয়ের কাছে জানালে, তিনি মাছটিতে লেখা ‘আল্লাহু’ শব্দটি আর্ট করা কিনা ভালোভাবে দেখার পরামর্শ দেন, আমি সে অনুযায়ী দেখেছি, ‘আল্লাহু’ লেখা শব্দটি মাছটি উপরিভাগের অংশে চামড়ার ভিতরে, এটি কারো আর্ট করা নয়’
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur