চাঁদপুর

চাঁদপুরে ফল ও ঔষধের দোকানে অভিযান

চাঁদপুর শহরের বিভিন্ন ফলের ও ঔষধের দোকানে রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এসময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের অভ্যন্তরে ‘ন্যায্যমূল্যের ঔষধের দোকানে’ অভিযান চালিয়ে লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এরপর শহরের কালীবাড়ি মোড় থেকে শুরু করে বাসস্ট্যান্ড বিভিন্ন ফলের দোকানে ফরমালিন ও তরমুজে রং মিশ্রণ না করার জন্যে সতর্ক করে দেয়া হয়।

সবশেষে শহরের স্টেডিয়াম রোড মুন হাসপাতাল (প্রা.)-এর ঔষধের দোকানের প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দোকান কর্তৃপক্ষকে লাইসেন্স ও ফার্মসিস্ট নিয়োগের জন্যে ১মাসের সময় দেয়া হয়।

সর্বশেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাদ্রাজ হারবালের ডাক্তার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দোকানটি বন্ধ করে দেয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়, ঔষধ তত্ত্বাবধায়ক শঙ্কর কুমার সরকারসহ পুলিশ সদস্যরা।

স্টাফ করেসপন্ডেন্ট||আপডেট: ০৬:০৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০১৬, রোববার

এমআরআর/এসএমএস

Share