চাঁদপুরে ফলের দোকানে ‘ফরমালিনমুক্ত’ সাইনবোর্ড টানানোর নির্দেশ

চাঁদপুর জেলা শহর এবং শহরতলীর ফলব্যবসায়ীদের এখন থেকে প্রতিটি ফলের আড়তদার,পাইকারী ও খুচরা ব্যবসায়ী/দোকানদারকে দোকানের এবং আড়তের সামনে ফরমালিনমুক্ত সাইনবোর্ড কিংবা ডিজিটাল ব্যানার টানিয়ে ফল বিক্রয়য়/বিপনন/বাজারজাতকরণের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন ।

রোববার (৫ জুন) চাঁদপুর জেলা প্রশাসন থেকে শহরে মাইকিং করে ফলব্যবসায়ীদের জ্ঞাতার্থে ফরমালিন সংক্রান্ত এ বিশেষ ঘোষণা প্রচার করা হয় ।

ফরমালিনের অপব্যবহার রোধকল্পে শীগ্রই মোবাইল কোর্টসহ আইনানুগ অভিযান পরিচালনা করা হবে বলেও প্রচারণায় বলা হয়েছে ।

এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই জানান, ফল ব্যবসায়ীদের জ্ঞাতার্থে ফরমালিন সংক্রান্ত এ বিশেষ ঘোষণা প্রচার করা হয় । আমরা জেলা প্রশাসকের নির্দেশেক্রমে শীগ্রই মোবাইল কোর্ট পরিচালনা করবো । যার কাছে ফরমালিনযুক্ত ফল পাওয়া যাবে সে ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।’

প্রত্যেকটি উপজেলায়ও উপজেলা নির্বাহী অফিসাররা ফরমালিন সংক্রান্ত ঘোষণা প্রচার করছে ।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ

Share