Home / চাঁদপুর / চাঁদপুরে ফলের দোকানে ‘ফরমালিনমুক্ত’ সাইনবোর্ড টানানোর নির্দেশ
চাঁদপুরে ফলের দোকানে ‘ফরমালিনমুক্ত’ সাইনবোর্ড টানানোর নির্দেশ
ফাইল ছবি

চাঁদপুরে ফলের দোকানে ‘ফরমালিনমুক্ত’ সাইনবোর্ড টানানোর নির্দেশ

চাঁদপুর জেলা শহর এবং শহরতলীর ফলব্যবসায়ীদের এখন থেকে প্রতিটি ফলের আড়তদার,পাইকারী ও খুচরা ব্যবসায়ী/দোকানদারকে দোকানের এবং আড়তের সামনে ফরমালিনমুক্ত সাইনবোর্ড কিংবা ডিজিটাল ব্যানার টানিয়ে ফল বিক্রয়য়/বিপনন/বাজারজাতকরণের নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন ।

রোববার (৫ জুন) চাঁদপুর জেলা প্রশাসন থেকে শহরে মাইকিং করে ফলব্যবসায়ীদের জ্ঞাতার্থে ফরমালিন সংক্রান্ত এ বিশেষ ঘোষণা প্রচার করা হয় ।

ফরমালিনের অপব্যবহার রোধকল্পে শীগ্রই মোবাইল কোর্টসহ আইনানুগ অভিযান পরিচালনা করা হবে বলেও প্রচারণায় বলা হয়েছে ।

এ ব্যাপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই জানান, ফল ব্যবসায়ীদের জ্ঞাতার্থে ফরমালিন সংক্রান্ত এ বিশেষ ঘোষণা প্রচার করা হয় । আমরা জেলা প্রশাসকের নির্দেশেক্রমে শীগ্রই মোবাইল কোর্ট পরিচালনা করবো । যার কাছে ফরমালিনযুক্ত ফল পাওয়া যাবে সে ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে।’

প্রত্যেকটি উপজেলায়ও উপজেলা নির্বাহী অফিসাররা ফরমালিন সংক্রান্ত ঘোষণা প্রচার করছে ।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ