চাঁদপুর

চাঁদপুরে প্লাস্টিক বস্তার ব্যবহার রোধে অভিযান শুরু

চাঁদপুরে প্লাস্টিক বস্তা ব্যবহার রোধে ভ্রাম্যমান আদালতে অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিন বৃহস্পতিবারে পুরাণবাজারের প্রায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাউল পট্টি, আড়ৎ পট্টিসহ কয়েকটি গুদামে নির্বাহী ম্যাজিষ্টেট ও এনডিসি লিটুস লরেন্স চিরান এ অভিযান পরিচালন করেন।

এসময় অভিযান চলাকালে চাউল পট্টি বাজারের প্রায় ১০ টি দোকানে প্লাস্টিকের বস্তায় মাল পাওয়ায় তাদের থেকে সর্বমোট ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।

নির্বাহী ম্যাজিষ্টেট লিটুস লরেন্স চিরান জানান, পন্য পাটজাত ব্যবহার মোড়কে বাধ্যতামূলক ২০১০ এর আইনের ১৪ ধারায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ জরিমানা আদায় করা হয়েছে।

সারাদেশের ন্যায় চাঁদপুরেও গত বছরের ৩০ নভেম্বর থেকে মোড়কী পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করে চাঁদপুর জেলা প্রশাসন। পাশাপাশি ব্যাপকহারে অভিযান করার সিদ্ধান্ত হয়।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

।। আপডেট : ০৩:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০১৫, শুক্রবার
ডিএইচ

Share