চাঁদপুরে প্রেমের টানে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে কনের পলায়নের ঘটনা ঘটছে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার গুলিশা গ্রামের মিজি বাড়ির সুরাইয়া (১৬) গুলিশা ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো। তার সাথে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার বিল্লাল হোসেনের সাথে পারিবারিকভাবে বিয়ের দিন ধার্য হয়। কিন্তু এরই মধ্যে কনে সুরাইয়া তার বাপের বাড়ি থেকে গায়েহলুদের দিনই উধাও হয়ে যায়।
এ নিয়ে বর পক্ষ কনে পক্ষের ওপর দোষ চাপিয়ে একে অপরকে দোষারোপ করে চলছে।
অপরদিকে বর পক্ষ দাবি করেছে, ওই মেয়ের সাথে বিয়ে অনুষ্ঠান পন্ড হয়ে যাওয়ায় তাদের সামাজিক মানমর্যাদা এবং অর্থ বিনষ্ট হয়েছে। তাই তারা কনে পক্ষের নিকট ক্ষতিপূরণ যাচ্ছে ১০ লাখ টাকা। বিষয়টি নিয়ে কনের ভাই আলমগীর মিজির সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পড়ছে বর পক্ষ।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০২:৪১ পিএম,০২ নভেম্বর ২০১৫, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur