চাঁদপুর পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধিনে ব্যবসা সহায়তার অর্থ, শিক্ষানবিশ সহায়তার সেলাইমেশিন এবং প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় শহরেন ওচমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় অনু্ষ্ঠিত অায়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ, খায়রুল ইসলাম নয়ন, সাইফুল ইসলাম ভূঁইয়া, মোঃ শফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফেরদৌসী আক্তার, খালেদা বেগম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার জামাল আবু নাসের।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur