চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ১ জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২ টায় শহরের হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বিজয় মেলা মঞ্চে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্য বই বিতরণ করেন।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বর্তমান সরকারের বিশেষ ব্যবস্থাপনার কারণে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। অন্যসব বছরের তুলনায় এবার শিক্ষার মান অনেক পরিবর্তন হয়েছে। সাধারণ শিক্ষার হার যেমন বেড়ে গেছে তেমিনি ভিন্নতর শিক্ষার হারও বেড়ে গেছে। আমরা বলতে পারি শিক্ষা ব্যবস্থাপনায় আমুল পরিবর্তন এসেছে।

জেলা প্রশাসক আরো বলেন, ‘আমি সকল অভিবাকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সারা বছর বাচ্চাদের পড়ালে হবে না। খেয়াল রাখতে হবে তার মধ্যে দেশ প্রেম, সৎ চরিত্র গঠন ও সামাজিক শিক্ষার জ্ঞান অর্জন করা এসব দায় দায়িত্ব একমাত্র অভিবাবকদের। মোট কথা হচ্ছে বাচ্চারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় তার জন্যে মায়েদের খেয়াল রাখতে হবে। চাঁদপুরে আগের তুলনায় জিপিএ ৫ এর পরিমাণ বেড়েছে। যেসব উপজেলায় ভাল ফলাফল অর্জন করেছে আমি তাদের পুরস্কৃত করবো। আমি জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিচ্ছি যে সব উপজেলায় ভাল ফলাফল করেছে তাদের পুরস্কার দিন। আর যারা খারাপ ফলাফল করছে তাদের প্রতি ধিক্কার জানিয়ে ব্যবস্থা নিন। আসুন আমরা সকলে মিলে সোনার বাংলা প্রতিষ্ঠা করতে এগিয়ে আসি।’

জেলা প্রামমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, সরকার বছরের শুরুতেই বিনা মূল্যে বাচ্চাদের হাতে পাঠ্য বই তুলে দিচ্ছে। তোমরা যারা নতুন বই পাচ্ছো এখন থেকেই পড়া শুনা শুরু করতে হবে। তোমরা যা কিছু ভাল তাকে আঁকড়ে ধরো। আর যা খারাপ তা বর্জন করো। দেখবে ভাল কিছু অর্জন করতে পেরেছো।’

হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সহকারী শিক্ষা অফিসার মোস্তাক আহমেদ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফি উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক সরদার আবুল বাশার।

শরীফুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট
।। আপডেট : ০৪:০০ এএম, ০২ জানুয়ারি ২০১৫, শনিবার
ডিএইচ

Share