Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরণ
প্রাথমিক

চাঁদপুরে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের নতুন বই বিতরণ

চাঁদপুরে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির নতুন বই বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর বেলা ১১টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক।

এসময় জেলা প্রশাসক নতুন শিক্ষাবর্ষের বই পাঠদানে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মমিন হোসেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিসমত আরা শাফি বন্যাসহ শিক্ষকরা বই বিতরণকালে উপস্থিত ছিলেন।

এছাড়াও এইদিন সকালে জেলার ৮ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা সমূহে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

স্টাফ করেসপন্ডেট,১ জানুয়ারি ২০২৪