Home / চাঁদপুর / চাঁদপুরে প্রাইভেটকার নিয়ে ব্যান্ড বাজিয়ে ভেষজ ওষুধ বিক্রি
প্রাইভেট

চাঁদপুরে প্রাইভেটকার নিয়ে ব্যান্ড বাজিয়ে ভেষজ ওষুধ বিক্রি

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় প্রাইভেট কার নিয়ে ব্যান্ড বাজিয়ে ও মাইক ব্যবহার করে ভেষজ ওষুধ বিক্রি করছে একদল ব্যবসায়ী। সকাল-বিকেল শহরের অলিগলি ঘুরে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে বাজানো হচ্ছে ব্যান্ড, এরপর গাড়ির ভেতর থেকে অচেনা নামের নানা ভেষজ ওষুধ বিক্রি করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলা মহামায়া বাজার এলাকায় দেখা যায়, কয়েকজন মাদ্রাসা শিক্ষার্থী চারপাশে ভিড় জমিয়েছে। সামনে প্রাইভেট কার থামিয়ে উচ্চস্বরে প্রচারণা চালিয়ে বিক্রি হচ্ছিল ভেষজ ওষুধ।

স্থানীয়দের অভিযোগ, এসব ওষুধের গুণাগুণ সম্পর্কে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবুও শব্দ করে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হচ্ছে। এতে যেমন জনসাধারণ প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি ব্যান্ড বাজানোর কারণে সৃষ্টি হচ্ছে শব্দ দূষণ।

সচেতন মহল প্রশাসনের কাছে অবিলম্বে এ ধরনের অনিয়ম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/ ১৯ আগস্ট ২০২৫