চাঁদপুরে প্রাইভেটকারে লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
৩০ ডিসেম্বর শনিবার রাতে সদর উপজেলার লক্ষিপুর ইউনিয়নের বহরিয়া বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে
তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ ১) মো: রনি কবিরাজ (৩৯), মো: রাব্বি মিয়া (২৪) ও মো: জাকির হোসেন (২৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান,
৩০/১২/২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গাড়িতে লুকিয়া রাখা ৪০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ হাতেনাতে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে পরিদর্শক জনাব সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩১ ডিসেম্বর ২০২৩