লকডাউনের শুরু থেকে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ও জেলার বিভিন্ন উপজেলায় যানবাহনের ওপর, বাজার মনিটরিং করে, স্বাস্থ্য বিধি অমান্য করায় অভিযান পরিচালনা করে। ২৬ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪০ টি মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায করেছে ।
২৬ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা-উপজেরা প্রশাসন এ অভিযান পরিচালনা অব্যাহত রাখা হয়েছে বলে জেলা জিএম শাখা ২৭ এপ্রিল সকালে যোগাযোগ করে এ তথ্য জানান।
স্বাস্থ্য বিধি অমান্য করায় ২ মামলায় ৮শ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে ৭টি মামলায় ২ হাজার ৭শ টাকা এবং ২৫৯ দন্ডবিদিতে ৩১ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
সূত্র মতে,লকডাউনের প্রথম থেকে চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্দেশনায় সরকারি নির্দেশনা না মেনে বিভিন্ন স্থানে ও উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভোক্তা সংরক্ষণে ও চেকপোস্টে মোবাইল টিম বসিয়ে বিভিন্ন অভিযান চালানো হয়
জেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ স্ব-স্ব থানার পুলিশের সহায়তায় উপজেলা সদরে এসব অভিযান পরিচালিত হচ্ছে ।
আবদুল গনি ,২৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur