Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে গুঞ্জন
চাঁদপুর প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে গুঞ্জন

চাঁদপুরে প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে গুঞ্জন

চাঁদপুর সদরের মহামায় এলাকার কৃষ্ণপুরে গৃহবধূর ‘রহস্যজন মৃত্যু’ নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। গত ২৬ আগস্ট গৃহবধূর রহস্যজনক মৃত্যু খবর পাওয়া যায়। পুলিশ ওইদিন ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।

জানা যায়, ওই গ্রামের মোস্তফা মিজির মেয়ে ফারজানা বেগম (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুর পক্ষের লোকজন জানায়।

ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিবেশী সূত্রে জানা যায়, প্রবাসী তাজল হাওলাদার বিদেশ যাওয়ার আগে স্ত্রী ফারজানাকে তার নতুন ভবন থেকে থেকে এনে তাদের পুরানো টিনশেড বাড়িতে তার (প্রবাসীর) বড় ভাই-ভাবীর সাথে রেখে আবার ও বিদেশ চলে যায়। তিনি বিদেশ চলে যাওয়ার পর থেকে ফারজানার সাথে বড় ভাই নান্নু হাওলাদার ও তার স্ত্রী সাথে প্রায়ই ঝগড়া হো । ফারজানাকে বিভিন্ন ভাবে হয়রানি ও কুৎসা রটানোর চেষ্টা করে নান্নু হাওলাদার ও তার স্ত্রী। এ সূত্র ধরেই ২৫ আগস্ট সাথে ঝগড়ার একপর্যায়ে ফারজানার মৃত্যু হয়।

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে কথিত সোহেল নামের যুবকের সাথে পরকীয়া সম্পর্ক নিয়ে ফারজানার শ্বশুরপক্ষের লোকজনের সাথে বাক বিতন্ডার সূত্রে সে আত্মহত্যা করেছে। আবার কেউ বলেছেন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত ফারজানার ছেলে তানভির এবং ফারজানার দাদা শহীদুল্লা মিজি জানায়, ‘রাতে ফারজানার বড় ছেলে তানভির ও ছোট মেয়ে তানিশার মুখে চাপ দিয়ে ধরে রেখে নান্নু হাওলাদার ও তার স্ত্রী ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে। এতে ফারজানা ঘটনাস্থলে মারা গেলে গলায় ওড়না পেচিয়ে ঘড়ের আড়ার সাথে ঝুলিয়ে রাখে।’

সংবাদকর্মীর ক্যামেরায় লাশটি ঝুলন্ত ও পাশে একটি চেয়ার কাত অবস্থায় দেখা যায়।

এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যান।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদু জামানের সাথে আলাপকালে তিনি জানান, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরকীয়া প্রেমিক সোহেলকে অভিযুক্ত করা হয়েছে।’

ঘটনার পূর্ববর্তী বিবরণ দিতে গৃহবধূর দাদা শহিদ উল্যাহ মিঝি চাঁদপুর টাইমসকে বলেন, ‘ঘটনার দিন রাতে তাঁর ব্যক্তিগত মোবাইলে নাম্বার ০১৮১৭৫৪৯৩৫২ সিঙ্গাপুর থেকে ফোন করে আমার নাত জামাই তাজল বলে আজ রাতের মধ্যে যদি আপনার নাতিকে বাড়ি থেকে না আনেন তাহলে আগামি কাল সকাল ৮টার মধ্যে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটবে।’

সর্বশেষ (সোমবার) ৫ সেপ্টেম্বর নিহতের দাদা শহিদ উল্যাহ মিজি মুঠোফোনে চাঁদপুর টাইমসকে জানান, ‘তদন্ত রিপোর্টে বলা হয়েছে নাতনি আত্মহত্যা করেছে। বিষয়টি আমি সহজে মেনে নিতে পারছি না। মৃত্যুর পূর্বে যাদের সাথে ফারজানার ঝগড়া হয়েছে, আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।’

এ ব্যাপারে ফারজানার অভিযুক্ত বাসুর ও জা’ এর বক্তব্যের জন্য তাদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

: আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ৫ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

চাঁদপুর প্রবাসীর স্ত্রীর ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে গুঞ্জন

About The Author

প্রতিবেদক- মো. জাবেদ হোসেন

Leave a Reply