আগামী ১লা এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পৌর ছাত্রলীগের প্রস্তুতি সভা বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, দেশের যত গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে ছাত্রলীগের অনেক অবদান রয়েছে। চাঁদপুর স্টেডিয়াম মাঠে আগামী ১লা ত্রপ্রিল জেলা ছাত্রলীগের নেতৃত্বে সকল ইউনিটের নেতৃবৃন্দ পতাকা হাতে অংশ নেবে।
আর এ সমাবেশের মাধ্যমেই চাঁদপুরে ছাত্রলীগ একটি সুশৃঙ্খল সংগঠন তার প্রমান দেবে নেতৃবৃন্দ। জননেত্রী শেখ হাসিনা চাঁদপুরকে চাওয়ার চেয়ে অনেক বেশী দিয়েছেন। তাই প্রধানমন্ত্রীর জনসভাস্থলে সকলে নেত্রীর প্রতি ভালবাসা ও দলের প্রতি শ্রদ্ধা রেখে অবস্থান করবেন।
পৌর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল মুন্না, চাঁদপুর সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের আহŸায়ক অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা যুবলীগের আহŸায়ক হুমায়ন কবির সুমন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস নূরুল হাসান সংগ্রাম, সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাপ্পি, শাখাওয়াত হোসেন।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রবিন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জহির উদ্দিন মিয়াজী।
প্রস্ততি সভায় আরোও বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আল-আমিন গাজী, সহ-সভাপতি মুনসুর পাটওয়ারী, হাবিব গাজী, রুবেল, নিবির আহমেদ, রুবেল, সোহান, আরাফাত, আমজাদ খান রনি, যুগ্ম সম্পাদক সজিব পাটওয়ারী, পিয়াস, ইউসুফ গাজী মুন্না, সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, প্রচার সম্পাদক মো. আরিফ, বিভিন্ন বিষয়ক সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন বোরহান, দেওয়ান ইমরান, আল-আমিন, তাসকিন, কাঞ্চন।
এছাড়া পৌর ছাত্রলীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur