চাঁদপুরে কেক কেটে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
৫ নভেম্বর শুক্রবার দুপুরে হাজীগঞ্জ ফুড লাভার্স মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.)রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার,অতিরিক্ত পুলিশ হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ,হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ,শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা।
হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর কবির পাটোয়ারী,জেলা পরিষদ সদস্য জসিম উদ্দিন,হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আহসান হাবিব অরুণ,চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন,সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস,প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশসহ চাঁদপুর জেলার প্রায় ২০০ সংবাদকর্মী ।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur