Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
ছেংগারচরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

ছেংগারচরে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর বাজার উন্নয়ন উপ-কমিটির উদ্যোগে পৌর বাজার স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

এর পূর্বে ছেংগারচর বাজার উন্নয়ন উপ- কমিটির সভাপতি মোঃ মারফত আরী মজুমদারের সভাপতিত্বে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবসায়ী ও জনসাধারণের সচেতনতা তৈরি লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ। এসময় আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌ বাজার উন্নয়ন উপ-কমিটির প্রধান উপদেষ্টা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ রুহুল আমিন মোল্লা, পৌর কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, উপজেলা পরিবহন মলিক সমিতির সাধারণ সম্পাদক শ্রমিকলীগ নেতা ও বাজার উন্নয়ন উপ-কমিটির সহ-সভাপতি মোঃ শামীম প্রধান, বাজার উন্নয়ন উপ-কমিটির উপদেষ্টা মাহাবুব আলম বাবু, মোঃ চাঁন মিয়া সরকার, মোঃ দিদার মোল্লা, মোঃ আহসান উল্যাহ দর্জি, খোরশেদ আলম প্রধান,নিরাপত্তা বিসয়ক সম্পাদক মোঃ বাদল ঢালী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান, মোঃ সোহেল ঢালী, সমাজ কল্যান বিসয়ক সম্পাদক মাসুদুর রহমান রবু,সহ-সমাজ কল্যান সম্পাদক মোঃ আরিফ উল্যাহ সরকার, বাজার উন্নয়ন সম্পাদক মোঃ একে আজাদ, মোঃ লিটন ঢালী, মোঃ মেহেদী হাসান দর্জি, দূর্যোগ ও ত্রাণ পূনর্বাসন সম্পাদক নূরে আলম,সদস্য রেজাউল করিম ডেঙ্গ,ুপৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন, প্রমূখ। এর পূর্বে ছেংগারচর বিশ^বিদ্যালয় কলেজ গেইট হইতে পরিচ্ছন্নতা অভিযান সফল করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সংক্ষিপ্ত আলোচনা সভায় ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ ছেংগারচর বাজার পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার লক্স্যে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। এবং যত্রতত্র ময়লা আর্বজনা ও ফুটপাতে জনগণের চলাচলের রাস্তায় কোনো অস্থায়ী দোকান বসানো থেকে বিরত থাকার আহবান জানান।

প্রতিবেদক:খান মোহাম্মদ কামাল
২২ সেপেটম্বর,২০১৮