চাঁদপুর

চাঁদপুরে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিলেন মন্ত্রী!

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে গাড়ি ভাংচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২ টার দিকে চাঁদপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য গ্রহণ করেন বিচারক সৈয়দ মোহাম্মদ কায়সার ইউসুফ।

বাদি পক্ষের আইনজীবী রেজা পাহলভী মজিদ (সেলি) ও হেলাল উদ্দিন জানান, ২০০৩ সালে কচুয়া উপজেলার সাচার বাজার এলাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার কিছু নেতা কর্মী ড. মহীউদ্দিন খান আলমগীর গাড়ি বহরে হামলা করে। হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে। এ ঘটনায় ৭বছর পর কিলম উল্লাহ নামে এক আওয়ামীলীগ কর্মী বাদী হয়ে আদলতে মামলা করেন। মামলা নম্বর ৫৫/২০০১। মামলার অগ্রগতি হিসেবে মঙ্গলবার সাক্ষি দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর।

সাক্ষি দিয়ে আদালত প্রাঙ্গণে ড. মহীউদ্দিন খান আলমগীর বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী মিলনসহ তার কিছু নেতা কর্মী আমার গাড়ি অবরোধ করে আমাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। এ মামলায় আজ সাক্ষি দিতে আদালতে এসেছি।’

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ ১১: ০০ পিএম, ৮ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Share