চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় ১২ বছর বয়সী এক কন্যাকে ধর্ষণের অভিযোগে রাসেল গাজী (২৬) নামে যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
শনিবার (৩ জুন) দুপুরে ওই কন্যার মামা ফয়সাল পাটওয়ারী চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
শিশুর আত্মীয় ও মামলার বিবরণে জানাযায়, শুক্রবার (২ জুন) সন্ধ্যায় ওই কন্যা তার বসতঘরের পাশেই পাকের ঘরে কাজ করছিলো। এ সময় তার মুখে চাপ দিয়ে বখাটে রাসেল তাকে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।
এরই মধ্যে পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজে পায়নি। পরে শিশুটিকে রাত ৯টার পর ওই পাকের ঘরের পিছনে বসে কাঁদতে দেখে পরিবারের লোকজন।
স্থানীয়রা জানায়, মেয়েটির মা প্রতিবন্ধী। তার পিতাও মা মেয়েকে রেখে অন্যত্র চলে গেছে। বাড়ির সম্পর্কিত মামা ফয়সাল পাটওয়ারীর সহযোগিতায় তারা এ বাড়িতে থাকেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান মন্ডল চাঁদপুর টাইমসকে জানান, ‘অভিযোগের পর ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাসেল গাজীকে আটকের চেষ্টা চলছে।’
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ৫: ০৩ পিএম, ১ জুলাই ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur