চাঁদপুরে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাংচুর

চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড রঘুনাতপুরে প্রতিপক্ষের হামলায় ঘরবাড়ি ব্যাপক ভাংচুর হয়েছে। এতে স্কুল ছাত্রীসহ ৩ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় রঘুনাথপুর আতর খাঁন বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেরারেল হাসপাতালে এনে চিকিৎসা করায়।

অভিযোগ রঘুনাতপুর আতর খাঁন বাড়ীতে বিগত কয়েক বছর আগে গফুর খান গং এর সম্পত্তি জোরপূর্বক দখল করে মৃত মনা পাঠানের ছেলেরা বসতঘর নির্মাণ করে। এই সম্পত্তি নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন বিকেলে জাকির খিপ্ত হয়ে গফুর খাঁনের ছেলে সাইফুল ইসলাম(২২) এর উপর হামলা চালায়। এ সময় তার মা ফেনু বেগম ও বোন স্কুল ছাত্রী আমেনা প্রতিবাদ করলে তাদেরকে জাকির ও তার সহযোগিরা লাঞ্চিত করে।

এর কিছুক্ষণ পর জাকির ,ছালেমান ,আইয়ুব আলী, শামিম পাঠান দলবল নিয়ে এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরবাড়ি ব্যাপক ভাংচুর করে।

এই হামলার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

শাওন পাটওয়ারী  : আপডেট ০৩:০ এএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার

ডিএইচ

Share