চাঁদপুর

চাঁদপুরে প্রতিদিন রাত ১২টা থেকে যান চলাচল বন্ধ

‎Monday, ‎29 ‎June, ‎2015  02:39:15 AM

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

নদীবন্দর চাঁদপুর শহরে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যানবাহন চলাচলে অনির্দিষ্টকালীন  নিষেধাজ্ঞা জারি করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানান রাতে টহলরত পুলিশ কর্মকর্তারা। এতে চরম দুর্ভোগে পড়ে বিভিন্ন স্থান থেকে রাতের বেলা বাস ও লঞ্চে আসা যাত্রীরা।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রাতের চাঁদপুর নিরাপদ করতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাতে লঞ্চঘাট বা বাসস্ট্যান্ড থেকে যাত্রীরা বাড়ি ফেরার মাঝপথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়। সম্প্রতি ছিনতাইকারীরা মালামাল ছিনিয়ে নেয়াসহ অনেককে আহতও করে। তাই এ ব্যবস্থা।

গত ২৩ জুন রাত থেকে পুলিশ সদস্যরা শহরে রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যান চলাচল বন্ধ করে দেয়। মধ্যরাতের পর চাঁদপুর সদর মডেল থানার কর্মকর্তারা শহরের বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এছাড়া বিভিন্ন অঞ্চলের কমিউনিটি পুলিশ সদস্যরাও যান চলাচল বন্ধে কাজ করছে।

২৭ জুন দিবাগত রাতে এ প্রতিবেদক চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে কমিউনিটি পুলিশ সদস্যদের রিকশা-সিএনজি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখেন। তাদের জিজ্ঞাসা করা হলে তারা মডেল থানা কর্মকর্তাদের যান চলাচলে নিষেধাজ্ঞার কথা জানান। এছাড়া কয়েকজন পুলিশ কর্মকর্তাকে রিকশার চাকার হাওয়া ছেড়ে দিতেও দেখা গেছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন পিপিএম শহরে যান চলাচলে নিষেধাজ্ঞার ব্যাপারে বলেন, কিছুদিন ধরে চাঁদপুর শহরে ছিনতাই, চুরি বেড়ে যাওয়ায় রাতে অবৈধ ও অনিবন্ধিত যানবাহন আটকের ওপর জোর দেয়া হয়েছে। অনেক দুর্বৃত্ত রাতের বেলা যাত্রীদের ব্যাগ-টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মূলতঃ সেসব অপরাধীদের আটক করতেই অভিযান বাড়ানোর কথা বলা হয়েছিলো।

কিন্তু গত ২৩ জুন থেকে চাঁদপুর শহরে যান চলাচল বন্ধের নিষেধাজ্ঞা চলছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সম্ভবত কর্মকর্তারা ভুল বুঝে এমন করেছিলো।

তবে এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, যানবাহন চলাচলে বাধা দেয়ার প্রশ্নই আসে না। অবৈধ ও লাইসেন্সবিহীন যান এবং চালক আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। শহরে ২৪ ঘণ্টাই যানবাহন চলাচল করবে।

সাধারণদের দাবি অবৈধ যান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল অথবা চালক আটক না করে যানবাহন চলাচল বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেয়া হয়েছে।

চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share