চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি।। চাঁদপুরে প্রতারণা মামলায় বিল্লাল হাজরা (৫২) নামের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
২৯ এপ্রিল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। রোববার রাতে শহরের জাফরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ নিজামসহ সংঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বিল্লাল হাজরা শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদ এলাকার ফজল হাজরার ছেলে।
চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ নিজাম জানান, প্রতারণার মামলায় বিল্লাল হাজরার বিরুদ্ধে সিআর (২৪/২০০৬) ৬ মাসের সাজা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৯ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur