জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মানববন্ধন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র চাঁদপুর কেন্দ্র।
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় আইইবি কেন্দ্র সম্মুখে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে,গত ১৮ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিক ভাবে বাস্তবায়নের লক্ষ্যে এডিপি ভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ণ নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন (যাহার স্মারক নং ০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩)।
জেলা প্রশাসকগণকে এডিপি ভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ণের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার জন্য এই মানববন্ধনের আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক মোঃ জাকির হোসেন,নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুছ হোসেন বিশ্বাস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফাহিম ইকবাল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শামসুদ্দোহা, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুর রহমান,চাঁদপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল,সদর উপজেলার প্রকৌশলী এ,এস,এম রাশেদুর রহমান,সড়ক বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো:মারুফ হোসেনসহ সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
প্রতিবেদক: আনোয়ারুল হক